করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিকে পুঁজি করে বেশি দামে চাল বিক্রির অপরাধে মানিকগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল পৃথক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় সূত্র জানায়, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সদর উপজেলার বালিরটেক, হরিরামপুর উপজেলার কান্ঠাপাড়া ও বলড়া এবং সিংগাইর উপজেলার সিংগাইর, ধল্লা বাজার ও বাস্তা বাজারের শতাধিক দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে বেশি দামে চাল বিক্রি করায় বালিরটেক বাজারের ভাই ভাই স্টোরকে দুই হাজার, কাণ্ঠাপাড়া বাজারের দুর্গা স্টোরকে এক হাজার এবং ধল্লা বাজারের আলতাফ স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এছাড়া, অভিযানের সময়ে ক্রেতাদের কাছে ৩৫০ কেজি চাল ন্যায্যমূল্যে বিক্রয় করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় থেকে জানানো হয়েছে।