মুজিববর্ষ উপলক্ষে ভোলা জেলায় দ্বিতীয় পর্যায়ে ৩৭১টি ভূমি ও গৃহহীন পরিবার নতুন ঘর পাচ্ছেন।
এর মধ্যে ২৫৮টি ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ১১৩টি ঘরের কাজ জুলাই মাসের মধ্যে শেষ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জুন এই জমি ও ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহার পেলো শেরপুরে ১৬৭ গৃহহীন পরিবার
এর আগে মুজিববর্ষের প্রথম পর্যায়ে এই জেলায় ৫২০টি ভূমিহীন পরিবার ঘর পেয়েছেন ।
জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী-চৌধুরী সাংবাদিকদের জানান, দ্বিতীয় পর্যায়ে জেলায় মোট ঘরের মধ্যে সদর উপজেলায় ৫৫টি ঘরের জন্য ব্যয় হয়েছে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা, বোরহানউদ্দিনে ১৬টি ঘরের জন্য ৩০ লাখ ৪০ হাজার টাকা, দৌলতখানে ২০টির জন্য ৩৮ লাখ টাকা, লালমোহনে ২০টির জন্য ৩৮ লাখ টাকা।
আরও পড়ুন: ফরিদপুরে গৃহহীনের অভাব ঘুচবে ১৫৭২ পরিবারের
এছাড়া তজুমদ্দিনে ১৫০টির জন্য ২ কোটি ৮৫ লাখ টাকা, চরফ্যাসনে ৬০টির জন্য ১ কোটি ১৪ লাখ টাকা ও মনপুরায় ৫০ টি ঘরের জন্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে।