বরিশালে আড়িয়াল খাঁ নদের তীর থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে চার জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাত ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন: গরম তেলে ঝলসে বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্তরা হলেন বেল্লাল (২২), বুলবুল (৪২), সাইফুল (২২), রাহাত (১৯)।
এসময় দুটি মাটিকাটা এক্সাভেটর ও মাটি পরিবহনের একটি কার্গো জব্দ করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
আরও পড়ুন: মাদক মামলায় বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল
তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনকে অভিযান চালিয়ে আটক করা হলেও চার জনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।