মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মুক্তিপণের দাবিতে এক স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১২টার দিকে মিনাপাড়া গ্রামের মাঠের একটি ধৈঞ্চা খেত থেকে আবির হোসেনের (১৩) হাত বাঁধা লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
আরও পড়ুন: রাজশাহীতে শিশু ধর্ষণ ও হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নিহত শিশু আবির হোসেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের প্রবাসী আসাদুল হকের ছেলে। তার বাবা বিদেশ থাকার সুবাদে ছোটবেলা থেকেই মিনাপাড়া গ্রামে তার নানা রেজাউল হকের বাড়িতে মায়ের সাথে থাকতো। আবির হোসেন স্থানীয় মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
আটককৃত মিনাপাড়া গ্রামের কিশোর এবং স্থানীয় মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
আরও পড়ুন: দীঘিনালায় সাবেক ইউপিডিএফ’র সদস্যকে কুপিয়ে হত্যা
নিহত আবিরের ছোট নানা জহুরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই আবিরের মোবাইল ফোন থেকে অপহরণকারীদল তার মা ও বাবার মোবাইল নাম্বারে কল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিয়ে হলেও ছেলেকে ফেরত পেতে আকুল মিনতি জানান আবিরের বাবা আসাদুল ইসলাম ও মা রোজিনা খাতুন। তবে শেষ পর্যন্ত মুক্তিপণ পেতে বিলম্বের কারণে শ্বাসরোধে আবিরকে হত্যা করে ধৈঞ্চা খেতে লাশ ফেলে দেয় অপহরণকারীরা। পরে রাতে পুলিশ আবিরের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে যুবককে গলাকেটে হত্যার অভিযোগ
গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, ‘আমি সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করি। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সাথে জড়িতদের আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’