যাত্রীবাহী জাহাজে তামাকজাত পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত খসড়া দ্রুত পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপথ (যাত্রীবাহী) অ্যাসোসিয়েশনের (বিআইডব্লিউপিসিএ) নেতারা।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে ঢাকা আহ্ছানিয়া মিশনের সঙ্গে যৌথ আলোচনায় সংগঠনটির নেতারা এ দাবি জানান।
আরও পড়ুন: তামাকপণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবি
তারা লক্ষ্য করেছে যে এখন অনেক ক্রুজ জাহাজে ধূমপান অনুমোদিত। এ ছাড়া নৌকায় তামাকজাত পণ্য প্রদর্শন ও বিক্রি অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. বদিউজ্জামান বাদল বলেন, ‘আইনে এ বিষয়ে সরাসরি কোনো বাধা না থাকায় সংশ্লিষ্ট পক্ষগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না’।
‘ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস বাংলাদেশ’র অনুদান ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া, বিআইডব্লিউপিসিএ-এর সহ-সভাপতি আবুল কালাম খান, পরিচালক এসএম আব্দুল জব্বার, সদস্য মো. মামুন অর রশিদ, আব্দুল কাইয়ুম শেখ, সচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান সভায় উপস্থিত ছিলেন।
আলোচনায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের বেশ কিছু ত্রুটি তুলে ধরা হয়।
আবদুস সালাম মিয়া বলেন, সংশোধিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন পাস হলে তামাক নিয়ন্ত্রণ আইনের ফাঁক-ফোকর কমবে।
এছাড়া তামাকের ব্যবহার কমবে এবং নতুনরা তামাক গ্রহনে নিরুৎসাহিত হবে। অন্যদিকে লঞ্চসহ গণপরিবহনে ধূমপান পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: গণমাধ্যম কর্মীদের ‘তামাক বিরোধী ওরিয়েন্টেশন’
তামাক নিয়ন্ত্রণে আইন শক্তিশালী করতে পদক্ষেপ নেবে সরকার: মোজাম্মেল হক