রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকায় পদ্মা নদী থেকে একজনের এবং বিকাল সাড়ে ৪টার দিকে একইস্থান থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পদ্মায় গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
এর আগে শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীতে তারা নিখোঁজ হয়।
নিহত দুই শিশু হলো- শুকুর আলীর ছেলে মো. সিয়াম (১১) ও একই এলাকার নেকবর আলীর ছেলে মো. সাজিম (১২)।
মৃত সিয়াম রাজশাহী নগরীর ডাশমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ শুরু করে।
তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার সম্ভব না হওয়ায় অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু করা হয়। দুপুর আড়াইটার দিকে সিয়ামের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তার পাশ থেকেই বিকাল ৪টার দিকে সাজিদের লাশ উদ্ধার করা হয়।
রাজশাহী নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার বলেন, চারঘাট এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ ছাড়াও চারঘাট থানা পুলিশের সদস্যরা বিষয়টি মনিটরিং করে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু