রাজশাহীতে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকায় হাড়ুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত যুবক আবু সাঈদ (৩০) চরমাজারদিয়াড় মধ্যপাড়া গ্রামের আমির হোসেন চৌকিদারের ছেলে।
আরও পড়ুন: নড়াইলে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
স্থানীয়রা জানান, আবু সাঈদের সঙ্গে দীর্ঘদিন যাবত ওই এলাকার কিছু মাদক ব্যবসায়ীদের সঙ্গে শত্রুতা চলছিল। মাদক ব্যবসার বিরুদ্ধে আবু সাঈদ প্রতিবাদ করায় মাদক কারবারিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
সেই বিরোধের জেরে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন সাঈদের পথ আটকে তার পায়ে গুলি করে এবং তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানিয়রা সাঈদের পরিবারকে ফোন করে বিষয়টি জানালে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয় দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এছাড়া সাঈদের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় দামকুড়া থানায় নিহত সাঈদের স্ত্রী বাদী হয়ে রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি দ্রুত তদন্ত করে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান রাত থেকেই শুরু হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২