রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। তারা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে গত ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত ১১ দিনে হাসপাতালের করোনা ইউনিটে ৭৭ জন মারা গেলেন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছেই। আগের দিনের তুলনায় রোগী বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। আগের দিন ভর্তি ছিলেন ২২০ জন।
আরও পড়ুন: নাটোরের করোনা ঝুঁকিপূর্ণ এলাকাতে তৎপর পুলিশ
বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে। এই নয়জনের মধ্যে বিভাগে করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন, রাজশাহীর দুই, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন।
আরও পড়ুন: নাটোরের করোনা ঝুঁকিপূর্ণ এলাকাতে তৎপর পুলিশ
এদিকে হাসপাতালে প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে করোনা ও করোনা উপসর্গের রোগী। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি ছিলেন ১৩৬ জন। এবার প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। এতে চিকিৎসকদের চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
আরও পড়ুন: দেশে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, যাদের অক্সিজেন স্যাচুরেশন কম, অবস্থা খারাপ, আর শুধু তাদেরই হাসপাতালে ভর্তি নেয়া হচ্ছে।