সিলেট নগরীর আখালিয়া এলাকায় ট্রাকাচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর নিহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে আখালিয়া আনসার ভিডিপির ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফয়জুর রহমান (২৪) আম্বরখানা সামস সুপার মার্কেটের সোহাগ বস্ত্র বিতানের পরিচালাক ও শহরতলীর কান্দিগাও ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: রাজধানীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা যুবক নিহত
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবার আলী শেখ জানান, ফয়জুর রহমান মোটরসাইকেলযোগে আম্বরখানা থেকে আখালিয়ায় যাচ্ছিলেন। পথে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ট্রাকে ভাঙচুর করে ও রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এসময় পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন: নীলফামারীতে দুর্ঘটনায় আহত সরকারি কর্মকর্তার মৃত্যু
পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এঘটনার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।