সিলেট নগরীর নুরহাজান গ্র্যান্ড আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাজ্য প্রবাসী এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ওই হোটেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শাহীন নামের ওই কর্মচারী প্রবাসী নারীর কক্ষে ঢুকে তার সাথে ধস্তাধস্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে।
আরও পড়ুন: তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার
পুলিশ জানায়, রাত সোয়া ১১টার দিকে ওই নারীর দরজায় কড়া নাড়ে শাহীন। প্রবাসী নারী দরজা খুলতেই শাহীন তার সাথে শ্লীলতাহানির জন্য ধস্তাধস্তি শুরু করে। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের কক্ষের লোকজন এগিয়ে এসে নারীকে উদ্ধার করেন।
পরে খবর দিলে পুলিশ এসে শাহীনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: চাচার মোটরসাইকেল থেকে নামিয়ে তরুণীকে শ্লীলতাহানি
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, ‘শাহীনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।’
তিনি বলেন, আমরা জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে।
আরও পড়ুন: সিলেটে ‘কোয়ারেন্টাইন’ ভঙ্গ করায় ২ প্রবাসীকে ৭ দিনের কারাদণ্ড
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওই নারীসহ ৮৩ জন যাত্রী লন্ডন থেকে সিলেটে আসেন। এদের মধ্যে হোটেল নূরজাহানে ৬, হোটেল অনুরাগে ১১ জন, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে ১, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০ ও রয়েল প্লামে ১০ জন প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।