রাজধানীর শ্যামলী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে সোয়া কোটি টাকা মূল্যের ১ কেজি ৩৬৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ কার হয়েছে।
আটক মো. আলমগীর হোসেন (২৮) রাজশাহীর গোদাগাড়র বাসিন্দা।
শুক্রবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, র্যাব-২ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিকে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানার শ্যামলী (মিরপুর রোড) এলাকার আল আমিন আপন হাইটসের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এরপর পৌনে ১০টায় একটি ট্রাক পৌঁছালে ট্রাকটি সন্দেহ হলে থামার জন্য সংকেত দিলে গাড়িটি চেক পোস্টের সামনে রাস্তার পাশে থামিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মো. আলমগীর হোসেন আটক করা হয়। আটকের পর হেরোইনের চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে হেরোইন আছে বলে স্বীকার করে।
আরও পড়ুন:অস্ত্রসহ জয়পুরহাটে চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের ২ সদস্য আটক
তার দেয়া তথ্য মতে গাড়ির চালকের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ১ কেজি ৩৬৫ গ্রাম হেরোইন পাওয়া যায়।
বিজ্ঞপ্তি বলা হয়, প্রাথমিক অনুসন্ধান ও আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের কাছে হস্তান্তর করে আসছিলেন।
আরও পড়ুন : সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা শিবিরে মাদকবিরোধী অভিযানে ২ র্যাব সদস্য গুলিবিদ্ধ
বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল র্যাব সদস্যের হাত