গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে মঙ্গলবার সকালে এক ঘণ্টা ধরে এই কর্মসূচি পালনকালে জয়দেবপুর স্টেশনে ঢাকা ও উত্তরবঙ্গগামী তিনটি ট্রেন আটকে থাকে। এছাড়া স্টেশনের বাইরে দুদিকে আটকে থাকে দুটি ট্রেন এবং আরও কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।
আরও পড়ুন:গাজীপুরে হেরোইনসহ দুই ‘মাদক ব্যবসায়ী’ আটক
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. সামসুল হক, মুক্তিযোদ্ধা হাতেম আলী, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান আরিফ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর হোসনে আরা জুলি প্রমুখ।
আরও পড়ুন:গাজীপুরে বাণিজ্যিকভাবে ‘টিউলিপ’ চাষ
তারা বলেন, শিল্প শহরের এই স্টেশনে ৯টি আন্তনগর ট্রেন স্টপেজ দেয়া হচ্ছে না। প্রতিদিন দুর্ভোগে পড়ছে হাজার হাজার কর্মজীবী মানুষ। ফ্লাইওভার না থাকায় প্রতিদিন বাহাত্তর বার যানবাহন আটকে থাকে রেলগেটে। দ্রুত এসব সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।