তারা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীপুর জামাদারপাড়া এলাকার মৃত মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে মো. মোশারফ (২৬) ও একই উপজেলার লক্ষ্মীপুর খানসাহেব পাড়া এলাকার মৃত রেজাউল খানের ছেলে মো. তরিকুল ইসলাম (২৩)।
আরও পড়ুন: ‘ইয়াবা ডন’ ফারুক: তিন অভিযানে মিলল ১৭.৭৫ লাখ ইয়াবা ও ১.৭১ কোটি টাকা
বৃহস্পতিবার সহকারী পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মো. মোর্শেদুল হাসান স্বাক্ষরিত র্যাব-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-১, উত্তরা, ঢাকার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর টঙ্গী থানার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে সিডিএল ভবনের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের ওই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৩০০ টাকা উদ্ধার ও একটি ট্রাক জব্দ করা হয়।
আরও পড়ুন:কক্সবাজারে নৌকা থেকে ৭ বস্তা ইয়াবা উদ্ধার, আটক ২
আরও পড়ুন:টেকনাফে ১৫ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
জিজ্ঞাসাবাদে আটক মো. মোশারফ জানায়, তিনি পেশায় একজন ট্রাকচালক। দীর্ঘদিন এই মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সাথে জড়িত। তিনি চাঁপাইনবাবগঞ্জের জনৈক মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ সারা দেশের মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। ইতোমধ্যে ১২-১৫টি মাদকের চালান ঢাকাসহ আশপাশের জেলাসমূহে সরবরাহ করেছে বলে স্বীকার করেন তিনি। মাদক পরিবহনে মো. তরিকুল ইসলাম তার সহযোগী হিসেবে কাজ করে। তারা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন মাদক ব্যবসা ও মাদক পরিবহন করে আসছিল বলে জানায়।
আরও পড়ুন:ইয়াবা আত্মসাৎ: সীতাকুণ্ড থানার এসআই, কনস্টেবল প্রত্যাহার
উদ্ধারকৃত হেরোইন ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।