বগুড়া, ৩০ ডিসেম্বর (ইউএনবি)- বগুড়ার কাহালু উপজেলায় রবিবার কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপির সংষর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ ৫-৬ জন আহত হন।
নিহত আজিজুল ইসলাম (৩০) পাইকড় ইউনিয়নের বাঘইল গ্রামের হায়দার আলীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় উপজেলার বাঘইল ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে মহাজোট কর্মীরা। এনিয়ে বিএনপির নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ বাধে তাদের।
এ সময় আওয়ামী লীগ কর্মী আজিজুল ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় ইউপি সদস্য দোয়েলসহ ৫-৬ আহত হয়েছেন। তাদেরকে টিএমএসএস হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।
পাইকড় ইউপি চেয়ারম্যান মিটু চৌধুরী সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।