কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে বাংলাদেশ ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে নির্যাতন ও অপমান করেছে।
মঙ্গলবার ভোরে তাকে এই নির্যাতন করা হয়।
মঙ্গলবার দুপুরে নির্যাতরেন শিকার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ইয়াশ রোহান এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম শাহাদাত হোসেন আজাদ ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক শেলিনা নাসরিনের কাছে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে বলা হয়, ভর্তির পর থেকে রোহান বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ‘গণরুমে’ অবস্থান করছিলেন।
রোহান বলেন, মঙ্গলবার ভোরে চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিফ হাসান ও তন্ময় বিশ্বাসসহ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার একদল কর্মী তাকে হলের ১৩৬ নম্বর কক্ষে ডেকে নিয়ে যায়। তারা সকলেই ছাত্রলীগের আইইউ শাখার সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সমর্থক।
আরও পড়ুন: ইবিতে শিক্ষার্থী নির্যাতন: বিচার বিভাগীয় প্রতিবেদনে ৬ শিক্ষার্থী অভিযুক্ত
একপর্যায়ে আফিফ, তন্ময় ও অন্যরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বলে রোহান জানান।
অভিযোগে আরও বলা হয়েছে, ভুক্তভোগী র্যাগিং ও লাঞ্ছনার শিকার হয়েছেন।
রোহান অবশ্য বুধবার আইইউ প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে করা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।
এ ব্যাপারে তার বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।
ছাত্রলীগের আইইউ শাখার সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় জানান, তিনি তার সমর্থক ও রোহানের মধ্যে বিষয়টি মিমাংসা করেছেন। পরে তার অভিযোগ প্রত্যাহার করে নেন বলে জানান জয়।
অনেক শিক্ষার্থী জানান, প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ে বারবার র্যাগিংয়ের ঘটনা ঘটেছে।
আইইউ প্রক্টর অধ্যাপক এম শাহাদাত হোসেন আজাদ জানান, মঙ্গলবার বেলা ১১টায় ভুক্তভোগীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। তারা বিষয়টি খতিয়ে দেখছিল।
তিনি বলেন, অভিযুক্ত এবং তার মধ্যে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় ভিকটিম তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে।
এর আগে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেশরত্ন শেখ হাসিনা হলে আইইউ-এর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে ছাত্রলীগের আইইউ শাখার সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীরা নির্যাতন ও ভয়ভীতি দেখিয়েছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক বিক্ষোভ হয়।
আরও পড়ুন: শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগের ১ নেতা ও ৪ কর্মীকে সাময়িক বরখাস্ত করল ইবি
ইবিতে শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগের ১ নেত্রী ও ৪ কর্মী বহিষ্কার