আনসার ও ভিডিপির ৪১তম জাতীয় সমাবেশে দেয়া ভাষণে তিনি বলেন, ‘বৈশ্বিক করোনাভাইরাস মহামারি থেকে বাংলাদেশের সব মানুষ যাতে সুরক্ষিত থাকে সে জন্য আমি আপনাদের (আনসার ও ভিডিপি সদস্য) টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতে বলব।’
গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।
দেশে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা যথাসময়ে টিকা নিতে প্রত্যেককে উদ্বুদ্ধ করতে আনসার ও ভিডিপির প্রত্যেক সদস্যের প্রতি আহ্বান জানান। ‘এমনকি অনেক মানুষ ইনজেনশন নিতে (সুঁই ফোটাতে) ভয় পায়,’ বলেন তিনি।
আরও পড়ুন: অনেকের চেয়ে ভালোভাবে ভ্যাকসিন সংগ্রহ করেছি: প্রধানমন্ত্রী
আরও পড়ুন: টিকাদান ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মানুষ যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পাশপাশি সময় মতো টিকা নিতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এ ব্যাপারে আমরা আপনাদের (আনসার ও ভিডিপি) সহযোগিতা চাই।’
কোভিড-১৯ টিকা পাওয়ার জন্য মানুষজন তাদের কাছের ডিজিটাল সেন্টারে গিয়ে নিবন্ধন করতে পারবে জানিয়ে শেখ হাসিনা টিকা নেয়ার জন্য সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে আনসার ও ভিডিপির ১৪০ সদস্যের মাঝে আট ধরনের বিশেষ পদক বিতরণ করেন।
আরও পড়ুন: কোভিড ভ্যাকসিন: সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন: কোভিড-১৯ টিকা কারা কত পাবেন, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন: ৪০ বছরের বেশি সবাইকে টিকাদানের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
পদকগুলো হলো- বাংলাদেশ আনসার পদক, প্রেসিডেন্ট আনসার পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক, বাংলাদেশ আনসার (সেবা) পদক, প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক ও প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম অন্যান্যের মাঝে অনুষ্ঠানে বক্তব্য দেন।