গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়া এবং সহপাঠীকে বাসের হেলপার কর্তৃক ধর্ষণের হুমকির বিচারের দাবিতে রাজধানীর বকসীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে যোগ দেন আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী।
রবিবার সকালে বদরুন্নেসা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হওয়ার সময় পুলিশ তাদেরকে কলেজের গেটের সামনেই আটকে দেয়। পরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেখানে জড়ো হয়।
এক পর্যায়ে কলেজের গেট খুলে দেয়া হয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে বকসীবাজার মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন। এতে চানখাঁরপুল থেকে বকসীবাজার ও ঢাকা শিক্ষা বোর্ড এবং বুয়েট অভিমুখী রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।