সব খাতে বিনিয়োগের সুযোগ-সুবিধা গ্রহণ করে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রী স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের এক নাগরিক সংবর্ধনায় বলেন, ‘এই বিষয়ে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে আমরা তা খুঁজে বের করব এবং বিনিয়োগের সুবিধার জন্য সেই সবসমস্যাগুলো সমাধান করার আশ্বাস দিচ্ছি, যা সবার জন্য উপকারী ‘
প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুন: শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু কর্মকাণ্ড কার্যকর হচ্ছে না: প্রধানমন্ত্রী
বর্তমান আওয়ামী লীগ সরকারকে গণমুখী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই সরকার সবসময় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের কথা চিন্তা করে।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য সঠিক চ্যানেলের মাধ্যমে বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর জন্য দুই শতাংশ প্রণোদনা চালু করেছে। কেউ এটা দাবি করেনি, এমনকি কেউ এটা নিয়ে ভাবেও নি, আমি নিজেই এই প্রণোদনা চালু করেছি।’
সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে কোনো দেশ সুরক্ষিত নয়: প্রধানমন্ত্রী
বাংলাদেশে বিনিয়োগে সমস্যায় পড়ছেন এমন কিছু প্রবাসীর অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করতে গিয়ে প্রবাসীরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা তিনি জানেন না।
শেখ হাসিনা বলেন, বিনিয়োগের সব বাধা দূর করতে সরকার ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়ন ও বিনিয়োগ কর্তৃপক্ষকে (বিডা) প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। লন্ডনে একটি রোডশো হবে যেখানে আমি বিডাকে বিষয়টি দেখার জন্য বলব।
বর্তমান আওয়ামী লীগ সরকারের বিগত ১২ বছরে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকার প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে।
বাংলাদেশে বিনিয়োগ ও প্রিমিয়াম বন্ড রয়েছে এবং প্রবাসীরা সেই সুবিধা গ্রহণ করে বিনিয়োগ করতে পারেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে এবং প্রবাসীরা সেখানেও বিনিয়োগ করতে পারবেন।
আরও পড়ুন: বনভূমি রক্ষায় ডিজিটাল জরিপ পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিগগিরই ঢাকা-নিউইয়র্ক ও ঢাকা-টরন্টো ফ্লাইট চালু করতে সরকার আলোচনা করছে বলেও প্রধানমন্ত্রী এসময় উল্লেখ করেন।