আরও পড়ুন:বোনকে উত্ত্যক্ত করায় কুমিল্লায় যুবক খুন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন বাড়িতে ভাড়া থাকতেন। রাত ১২টার দিকে ৩-৪ জন বহিরাগতের একটি দল ওই বাড়িতে যায় এবং বাইরে থেকে তাদের ঘরের জানালায় ধাক্কা দেয়। বহিরাগতরা একপর্যায়ে শিক্ষার্থীদেরকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা শুরু করে। এতে শিক্ষার্থীরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন, তবে বহিরাগতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন:ঠাকুরগাঁওয়ে নারীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন:৯৯৯ ফোন করে স্ত্রী'র উত্ত্যক্তকারীকে ধরিয়ে দিলেন স্বামী
তিনি আরও জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পাওয়ার পর তারা উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে কথা বলতে ফোনে বারবার চেষ্টা করেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা যায়নি।
আরও পড়ুন:স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৭
আরও পড়ুন:শাটলে চবি ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ১ মাসের কারাদণ্ড