বরগুনার পোটকাখালী গণকবরে ২৩টি অজ্ঞাত পরিচয় লাশ শনাক্ত করতে স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার বিকাল ৪টার দিকে বরগুনায় সদর হাসপাতালে নিহতের দাবীদার ৩৫ স্বজনের নমুনা সংগ্রহ করা হয়।
এর আগে রবিবার লাশের দাবিকারী স্বজনদের নমুনা দেয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসন মাইকিং করে।
ঢাকা থেকে রবিউল ইসলাম ডিএনএ পরিক্ষক ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি সিআইডি,এসআই তাহাজুল ইসলাম ল্যাব টেকনিশিয়ান, কনস্টেবল জহিরুল ইসলাম ল্যাব টেকনিশিয়ান ও বরিশাল থেকে সিআইডির ফরেনসিক ল্যাবের এসআই জুয়েল মাহমুদসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ডিএনএ পরীক্ষার জন্য বরগুনায় দাবিকারী স্বজনদের নমুনা সংগ্রহের জন্য এসেছেন।
আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ড: ৩০ জনের জানাযা সম্পন্ন
ডিএনএ পরীক্ষক রবিউল ইসলাম বলেন, আমাদের টিম ডিএনএ পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহের কাজ করেছে। আমরা এ পর্যন্ত ৩৫ জনের তালিকা পেয়েছি। যদি আগামীকাল পর্যন্ত আরও নামের তালিকা আসে তাহলে আমাদের কার্যক্রম সে পর্যন্ত অব্যাহত থাকবে। তালিকা অনুযায়ী নমুনা সংগ্রহ করার অন্তত একমাস পর আমরা ফলাফল ঘোষণা করতে পারবো।
এদিকে, পূর্ব ঘোষণানুযায়ী সোমবার সকাল ১০টা থেকে সিআইডির মেডিকেল টিমের বরগুনা সার্কিট হাউসে অজ্ঞাত পরিচয় যাত্রীদের স্বজনদের ডিএনএ পরীক্ষার কথা থাকলেও ছয় ঘন্টা পর বেলা ৪টায় বরগুনা জেনারেল হাসপাতালে ডিএনএ পরীক্ষা শুরু হয়।
অন্যদিকে, বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম মিলন জানান, লঞ্চ অগ্নিকাণ্ডের জেরে বরগুনা মূখ্য বিচারিক হাকিম আদালতে হওয়া মামলাটি আদালতের নির্দেশে এফআইআর করা হয়েছে। সোমবার থেকে আমরা তদন্ত শুরু করেছি।
আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৪২
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা