অফিসিয়াল সিক্রেসি আইনের আওতায় গ্রেপ্তারকৃত প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের জামিন শুনানি হবে আজ সকালে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
বৃহস্পতিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ ভার্চুয়ালি তার জামিন শুনানিতে অংশ নেবেন।
আরও পড়ুন: সাংবাদিক রোজিনার গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ
৪২ বছর বয়সী এই নারী সাংবাদিক অত্যন্ত সুপরিচিত তার অনুসন্ধানী সাংবাদিকতার জন্য। সোমবার দুপুর থেকে তাকে ৫ ঘণ্টা সচিবালয়ে আটকে রাখার পর গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তথ্য মতে, রোজিনা অবৈধভাবে সরকারি নথি সংগ্রহ এবং তার ছবি তোলার চেষ্টা করেছিলেন।
আরও পড়ুন: রোজিনার মামলা তদন্তের দায়িত্ব পেল গোয়েন্দা পুলিশ
রোজিনা ইসলামের বিরুদ্ধে ৩৭৯, ৪১১ ধারা এবং অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট এ মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে সাংবাদিক রোজিনাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে, তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
আরও পড়ুন: সাংবাদিক রোজিনার তাৎক্ষণিক মুক্তি দাবি করেছেন ফখরুল
এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বুধবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (রমনা জোন) হারুন অর রশীদ জানান, মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।