সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মহিষলুটি বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, রাজশাহী সিটি করপোরেশনের গোদাগাড়ি থানার রানীনগর এলাকার মো. আলাউদ্দিন আলীর ছেলে মো. সোহেল রানা (৩১), কুমরপুর এলাকার মো. জেনারুল ইসলামের ছেলে মো. সেজবুল ইসলাম (২২) ও বারো মাইল এলাকার মো. ইয়াছিন আলীর ছেলে মো. আরিফুল ইসলাম সাগর (২৬)।
র্যাব-১২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পড়ুন: মাদকের পার্টি থেকে শাহরুখপুত্র আরিয়ান আটক
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৭টার দিকে মহিষলুটি বাজারে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক, চারটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
পড়ুন: মাদক সেবনে বাধা: পাবনায় যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ