নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক জীবন নিয়ে দেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের পট’ পরিদর্শন করেছেন। রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এই পেইন্টিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সর্ববৃহৎ এই স্ক্রল পেইন্টিং দু’সপ্তাহব্যাপী প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রদর্শনী চলবে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ববৃহৎ এই স্ক্রল পেইন্টিং এর উদ্বোধন করেন।
আরও পড়ুন: বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ এখনও মুক্ত হতে পারেনি: খালিদ মাহমুদ
প্রতিমন্ত্রী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের পট’ শীর্ষক সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের প্রদর্শনী আয়োজনের জন্য পেইন্টিং এর শিল্পী বিকাশের ভূয়সী প্রশংসা করেন। তিনি সারাদেশে এধরনের পেইন্টিং প্রদর্শনী আয়োজনের আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, স্ক্রল পেইন্টিংয়ের শিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ, জাতীয় জাদুঘরের সচিব গাজী ওয়ালিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব:মহাজীবনের পট’ শীর্ষক পেইন্টিংটির দৈর্ঘ্য প্রায় ১৫০ ফুট। যেখানে বঙ্গবন্ধুর বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক জীবনের অসংখ্য ছবির পেইন্টিং রয়েছে।
এসময় শিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ প্রতিমন্ত্রীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব:মহাজীবনের পট’ শীর্ষক স্ক্রল পেইন্টিংয়ের একটি রেপ্লিকা উপহার দেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর নাম সংবাদপত্রে ছাপাতে বাধা দিয়েছিল জিয়া সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী
পায়রা বন্দর অর্থনীতিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে: প্রতিমন্ত্রী খালিদ