রাজ্যের রাজধানী চেন্নাই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে বিরুধুনগর জেলার আচানকুলাম গ্রামে ব্যক্তি মালিকানাধীন একটি কারখানায় আজ বিকালে এই বিস্ফোরণ ঘটে।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, আতশবাজি তৈরির সময় কোনোভাবে বিস্ফোরণটি ঘটে। বেশি দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে থাকায় আগুন বিধ্বংসী চেহারা নেয়। দুর্ঘটনার সময় কমপক্ষে ৫০-৬০ লোক সেখানে কাজ করছিলেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে আগুনে কলেজ শিক্ষিকার মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারে আগুন, পুড়ে ছাই ৬ ঘর
ওই কর্মকর্তা জানান, কারখানা থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়। আরও তিনজন হাসপাতালে মারা যান। এছাড়া প্রায় ৩৬ কর্মী বর্তমানে কোভিলপট্টি সরকারি হাসপাতাল ও শিবাকাসি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দমকল কর্মীরা বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধান করছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইটে বলা হয়, বিরুধুনগরে আগুন লাগার ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের নিকটাত্মীয়দের জন্য পিএমএনআরএফ (প্রাইম মিনিস্টারস ন্যাশনাল রিলিফ ফান্ড) থেকে দুই লাখ টাকা করে এককালীন তহবিল অনুমোদন করা হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীও নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য তিন লাখ এবং গুরুতর আহতদের প্রত্যেককে এক লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
পলানিস্বামী বলেন, ‘আমি জেলা কর্তৃপক্ষ এবং চিকিৎসা বিশেষজ্ঞদের আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার জন্য নির্দেশ দিয়েছি এবং স্থানীয় প্রশাসনকে নিহত ও আহতদের পরিবারকে অবহিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে বলেছি।’
শিবাকাসি বেসরকারিভাবে ভারতের আতশবাজির রাজধানী হিসেবে পরিচিত।
আরও পড়ুন: ঠাকুর ঘরের সন্ধ্যাপ্রদীপের আগুনে পুড়ল ৪০ ঘর
আগুনে পুড়ল মুক্তিযোদ্ধা শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেমের স্মৃতিবিজড়িত বাড়িটি
ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুনে নিহত ৫
শিবাকাসি এবং এর আশপাশের শহরের ৫ লাখ বাসিন্দা তাদের জীবিকার জন্য স্থানীয় আতশবাজির কারখানার ওপর নির্ভরশীল। প্রতিবছর কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে কমপক্ষে ১৫ থেকে ২০ জন মারা যায়। কারণ খুব কম কারখানায় সেখানে অনুমোদিত এবং অগ্নি নিরাপত্তার নিয়মাবলী মেনে চলে।
চীনের পর আতশবাজি তৈরিতে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ। আতশবাজি শিল্পে ভারতে বার্ষিক প্রায় ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়। শিবাকাসি একাই দেশের সামগ্রিক আতশবাজি উৎপাদনের ৯০ শতাংশে অবদান রাখে।