ভারতের পূর্বাঞ্চল উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস।
বুধবার সকালে ঘূর্ণিঝড়টি উড়িষ্যায় আছড়ে পড়ে।
উড়িষ্যার আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, রাজ্যের বেলাশুর জেলার ধামরার উত্তর দিকে এবং বাহানাগার দক্ষিণ দিকে আছড়ে পড়ে। আঘাতে সময়ে ঘূণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কি.মি.।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ইয়াস: বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে সাতক্ষীরার বিভিন্ন এলাকায়
উড়িষ্যার শীর্ষ ত্রাণ কর্মকর্তা পি.কে. জেনা ইউএনবিকে জানান, ঘূর্ণিঝড় আঘাত হানা শুরু করেছে এবং এটি অতিক্রম হতে আরও ৩ থেকে ৪ ঘণ্টা লাগতে পারে।
তার মতে, ঘূর্ণিঝড়ের আঘাতে রাজ্যের বেলাশুর ও ভদ্রাক জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যেই প্রায় ৫ লাখ ৮০ বাসিন্দাকে অন্যত্র সড়িয়ে নেয়া হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে ইয়াসের প্রভাবে ১৬ গ্রাম প্লাবিত
এদিকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে।
গত মঙ্গলবার থেকেই রাজ্যের সচিবালয়ে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী। সেখানে কন্ট্রোল রুমের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন তিনি।
এদিকে সতর্কতা স্বরূপ কলকাতা বিমানবন্দর বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।