জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘সরকারের অতিরিক্ত প্রশংসা করায় পাবলিক এখন আমাদের আওয়ামী লীগের ‘দালাল’(সহযোগী) বলে। আমরা সেই তকমা মুছতে চাই।’
শনিবার সংসদে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও পরিবহন খাতে সরকারের বিভিন্ন সাফল্য ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা না করায় বিরোধী দলীয় সংসদ সদস্যদের সমালোচনা করে বক্তব্য দিলে চুন্নু এই মন্তব্য করেন।
এর আগে মহাসড়ক বিল-২০২১ নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিএনপি ও জাতীয় পার্টির বেশ কয়েকজন বিরোধী সাংসদ সাম্প্রতিক মারাত্মক সড়ক দুর্ঘটনা, নৈরাজ্যকর পরিস্থিতি এবং পরিবহন খাতে দুর্নীতির জন্য সেতুমন্ত্রীর কড়া সমালোচনা করেন।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা: শ্রম প্রতিমন্ত্রী
সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বিরোধীদের শুধু বিরোধিতা নয়, সরকারের ভালো কাজের প্রশংসা করার আহ্বান জানান।
সেতুমন্ত্রীর এ আহ্বানের জবাবে চুন্নু বলেন, ‘বিরোধী দলের নেতারা সরকারের ভালো কাজের প্রশংসা করেন না, এটা ঠিক নয়। সরকারের প্রশংসা করার জন্য এখন মানুষ আমাদেরকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দালাল বলে। সরকারের কত প্রশংসা করব? আমরা এখন সেই ‘দালাল’ তকমা থেকে মুক্তি পেতে চাই। তারপরও, যদি আপনারা খুশি না হন তবে কিছুই করার নেই।