প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে খালি হাতে দেশে ফিরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, 'শেখ হাসিনা আমেরিকা থেকে খালি হাতে ফিরেছেন। তিনি ভিসা নীতি বাতিল এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে অনেক প্রচেষ্টা করেছিলেন। তারা (যুক্তরাষ্ট্র) তাতে মনোযোগ দেয়নি।’
কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চের উদ্বোধন করে মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের মানুষও প্রধানমন্ত্রীর কথা শোনে না।
এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের পথ সুগম করতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপি নেতা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য জোর করে আরেকটি একতরফা নির্বাচন করার চেষ্টা করছে সরকার, কিন্তু জনগণ তা হতে দেবে না। ‘আমরা এবার আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই। আপনাদের আর ভোট চুরি করতে দেওয়া হবে না।’
সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনসহ এক দফা দাবিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই রোডমার্চ শুরু করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া খন্দকার ফুড গ্যালারি মাঠে এ রোডমার্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফখরুল। রোড মার্চটি ফেনী ও মিরসরাই হয়ে চট্টগ্রামে গিয়ে শেষ হবে।
আরও পড়ুন: ‘তলে তলে অনেক কিছু হচ্ছে, আমিতো ভুল বলিনি’
অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়লে চলমান সড়ক আন্দোলনের মাধ্যমে জনগণ বর্তমান সরকারের পতন নিশ্চিত করবে।
জনগণ জানে কীভাবে একটি স্বৈরাচারী ও দখলদার সরকারকে উৎখাত করতে হয়। এ কারণেই মানুষ এখন রাস্তায় নেমেছে।
তিনি বিরোধী দলীয় নেতা-কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে রাজপথ দখলের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
ফখরুল বলেন, ‘আমরা যদি ভবিষ্যতে বাঁচতে চাই এবং দেশকে রক্ষা করতে চাই, তাহলে বর্তমান সরকারকে উৎখাত করে গণমুখী সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের আর সময় ব্যয় না করে জেগে উঠতে হবে। আমাদের অবশ্যই রাস্তা দখল করতে হবে। আসুন সরকার পতনের আন্দোলন আরও জোরদার করি।’
তিনি অভিযোগ করেন, সরকার এখন রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোপন’ সম্পর্ক নিয়ে কাদেরের দাবি উড়িয়ে দিল বিএনপি
অবিলম্বে খালেদাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপির