মহামারির মধ্যে বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার ও দমন করে সরকার দেশকে 'নরকে' পরিণত করেছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন।
বুধবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, পুলিশ কেবল ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের শুধু গ্রেপ্তারই করছে না, তাদের বাড়িতে পর্যন্ত অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেয়া শুরু করছে।
আরও পড়ুন: লকডাউনে বিরোধীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নিয়েছে সরকার, অভিযোগ ফখরুলের
ফখরুল বলেন, 'আওয়ামী লীগ সরকার পুরো দেশকে একটি নরকে পরিণত করেছে। তারা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার করছে। রমজান মাসে সরকারের আগ্রাসী রূপ আরও বেড়ে গেছে বলে মনে হয় আমার।'
তিনি অবিলম্বে এই ধরণের গ্রেপ্তার বন্ধ এবং গ্রেপ্তারকৃত বিরোধী নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, করোনাভাইরাস মহামারিতে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধীদলের ওপর সরকারের জুলুম, নির্যাতনের কোনো কমতি নেই। 'বরং আরও বহুগুণ বেড়েছে।'
আরও পড়ুন: মূল্য বৃদ্ধির জন্য দুর্নীতিবাজ সিন্ডিকেটকে দায়ী করছে বিএনপি
ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ এখন 'নিপীড়ক' শাসকের 'বর্বর' শাসনের অধীনে এক কঠিন সময় পার করছে।
তিনি বলেন, 'আওয়ামী সরকারের নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের জনগণ হতাশ। দেশকে অপশাসন থেকে রক্ষার জন্য দেশপ্রেমিক জনগণ এবং রাজনৈতিক নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য গঠনের বিকল্প নেই।'