ভার্চুয়াল প্রদর্শনীটি ২৫ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ ২০২১ পর্যন্ত www.theblackstory.com এ অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর গোটা বিশ্বে বর্ণবাদ বিরোধী যে আন্দোলন-প্রতিবাদ শুরু হয় সেই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রদর্শনীটি চলবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় www.facebook.com/unbnewsroom এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করবেন গ্যালারি কসমসের নির্বাহী পরিচালক নাহার খান।
আরও পড়ুন: শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমসের আয়োজিত দুই মাসব্যাপী চিত্র প্রদর্শনী সমাপ্ত
কসমস সেন্টারে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রদর্শনী দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশের প্রখ্যাত সামাজিক কর্মী, নারীবাদী এবং পরিবেশবাদী খুশি কবির এবং নাইজেরিয়ান আমেরিকান ভিজ্যুয়াল আর্টিস্ট অসি অউদু ভার্চুয়াল চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
ভার্চুয়াল এই বিশেষ প্রদর্শনীতে ওয়েবিনিয়ার, ফটোগ্রাফি, কবিতা, চলচ্চিত্র এবং বিভিন্ন অডিও এবং ভিজ্যুয়াল মাল্টিমিডিয়ার পাশাপাশি পাঁচজন প্রখ্যাত বাংলাদেশি ভিজ্যুয়াল শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে।
কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান বলেন, ‘দ্য ব্ল্যাক স্টোরি’ শীর্ষক চিত্র প্রদর্শনীটি প্রমাণ করবে যে কৃষ্ণাঙ্গদের প্রতি সহিংসতা, হিংসা, অবিচার এবং বৈষম্যকে কেন্দ্র করে প্রচুর বিতর্ক অনেক দিন ধরেই ছিল। যদিও কোভিড-১৯ মহামারির কারণে প্রদর্শনীটি উদ্বোধন করতে বিলম্ব হয়েছে। তারপরও নাহার খানের পরিকল্পনা ও সঞ্চালনায় শিল্প, শব্দ, ভাস্কর্য, ভিডিও, ফটোগ্রাফি, লাইভ টক শো, পারফরম্যান্স, কবিতা এবং সংগীতকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানটি গ্যালারি কসমসের একটি অনন্য উদ্যোগে পরিণত করবে। কসমস ফাউন্ডেশন দ্য ব্ল্যাক স্টোরি শীর্ষক অনুষ্ঠানটি করতে পেরে আনন্দিত।’
দ্য ব্ল্যাক স্টোরি চিত্রশালার তত্ত্বাবধায়ক নাহার খান বলেন, ‘এই প্রদর্শনীর অভিব্যক্তি আমার কাছে ব্যক্তিগত ও পেশাদার পর্যায়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে। দায়িত্বের জায়গা থেকে ব্ল্যাক স্টোরি এমন একটি শক্তিশালী ট্রানজেন্টাল কাজ তৈরির লক্ষ্য নিয়ে ধারণা তৈরি হয়েছিল যা শিল্পকর্মের মাধ্যমে এবং কথোপকথনের মাধ্যমে প্রতিনিধিত্বের ক্ষেত্রে সাম্যতা এবং বিভিন্ন প্রতিবাদের ক্ষেত্রে বৈচিত্র্য প্রকাশ করে। আমার প্রত্যাশা এই কাজটি জাতি, পরিচয় এবং শক্তির বিষয়গুলোকে যখন আমরা আমাদের অতীতকে ঘুরে দেখি, আমাদের বর্তমানকে পরীক্ষা করে দেখি এবং আমাদের ভবিষ্যতের কল্পনা করি সেজন্য অর্থবহ সংলাপে জড়িত থাকার অব্যাহত প্রচেষ্টার জন্য একটি জায়গা তৈরি করবে।’
আরও পড়ুন: গ্যালারি কসমসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘটনাবহুল জীবন প্রদর্শিত
হাসিনাকে নিয়ে আয়োজিত শিল্প প্রদর্শনীর প্রশংসা ব্রাজিলের রাষ্ট্রদূতের
বঙ্গবন্ধুর ছবি নিয়ে অ্যালবাম তৈরির কাজ করছি: পাকিস্তানি হাইকমিশনার
শিল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে: দোরাইস্বামী
প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন: আলকেশ ঘোষ, কনক চাঁপা চাকমা, আফরোজা জামিল কঙ্কা, বিশ্বজিৎ গোস্বামী ও সৌরভ চৌধুরী।
ব্ল্যাক স্টোরি থেকে প্রাপ্ত আয় বিআইপিওসি-সিএকে দেয়া হবে (কালার ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের কালো এবং আদিবাসী)।
ব্ল্যাক স্টোরি ট্রেলার দেখতে:https://www.youtube.com/watch?v=O0SfwRVhb5o&feature=youtu.be ভিজিট করুন।
উদ্বোধনী অনুষ্ঠানটি গ্যালারি কসমস এবং ইউএনবির ফেসবুক পেজে https://www.facebook.com/GalleryCosmos এবং https://www.facebook.com/unbnewsroom সরাসরি সম্প্রচারিত হবে।