বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবার পাহাড়ের প্রধান ও সামাজিক উৎসব বৈসাবি পালন করা হচ্ছে না।
মহামারির কারণে বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু ও বাংলা নববর্ষ-২০২১ উদযাপন কমিটির পক্ষ থেকে এসব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আগামী ১২ এপ্রিল পাহাড়ের বৈসাবি উৎসবের প্রথম দিন। আর আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির আগের দিনকে বলা হয় ‘ফুল বিজু’।
আরও পড়ুন: পাহাড়ে বৈসাবি উৎসব শুরু
উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে সেই ফুল দিয়ে ঘর সাজায় ও মা গঙ্গার উদ্দেশে নদীতে ফুল ভাসায়। কিন্তু এবার মহামারি করোনাভাইরাসের কারণে কোথাও কোনো আনুষ্ঠানিকতা নেই।
বিজু, বৈসু, সাংগ্রাইং, বিষু-২০২১ উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি চাকমা বলেন, ‘দেশব্যাপী করোনা মহামারির কারণে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সব অনুষ্ঠান স্থগিত রাখছি। জনসমাবেশ হবে এমন অনুষ্ঠান বাদ দেয়া হয়েছে। তবে প্রকাশনা বের করা হবে।’
আরও পড়ুন: মুজিব শতবর্ষ: গাইবান্ধায় বিশ্বের ‘দীর্ঘতম’ আলপনা উৎসব
ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরা বলেন, ‘সরকারি নিদের্শনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মা গঙ্গার উদ্দেশে নদীতে ফুল ভাসানোসহ সব ধরনের অনুষ্ঠান স্থগিত করেছি। গত বছরের ন্যায় এ বছরও কোনো উৎসব আনুষ্ঠানিকভাবে করা হবে না।’
বৈসাবির উৎসবকে কেন্দ্র করে এই দিনটিকে ঘিরে আনন্দ উৎসবে মেতে থাকে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষ। সরকারের নির্দেশনা মানতে ও নিজেদের বাঁচিয়ে রাখতে সামাজিক দূরত্ব মেনে চলতে বৈসাবি উৎসব থেকে বিরত রয়েছেন পাহাড়ের মানুষ। বেঁচে থাকলে আগামী বছর এই বিজু উৎসব আনন্দ ঘন পরিবেশে পালন করা হবে বলে জানিয়েছেন পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষ।
আরও পড়ুন: ঘরে বসে ভিন্ন আঙ্গিকে পহেলা বৈশাখ উদযাপন
আর বৈশ্বিক এই মহামারি থেকে বিশ্ব সুস্থ হয়ে আগামী বছর বৈসাবি উৎসব আরও আনন্দঘন পরিবেশে পালন করতে পারে তার জন্য পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষ যার যার অবস্থান থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাচ্ছেন।
উল্লেখ্য, প্রতি বছর বাংলা নববর্ষকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে বসবাসরত ১৩ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু, জল উৎসব ও বাংলা নববর্ষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। এ উৎসব পাহাড়ের সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর ৯ এপ্রিল থেকে উদযাপন পরিষদের উদ্যোগে র্যালিসহ বিভিন্ন ধরনের পাহাড়ি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।