বরিশালে কলেজছাত্র সোহাগ সেরনিয়াবাত হত্যা মামলার রায়ে দুই জনের ফাঁসি এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে আরও ১০ জনকে।
বুধবার দুপুরে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন, জিয়াউল হক লালন ও রিয়াদ সরদার। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন, মামুন, ইমরান, বিপ্লব ও ওয়াসিম সরদার।
আরও পড়ুন: প্রধান শিক্ষক হত্যা: ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবনসহ ৪ জনের মৃত্যুদণ্ড
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাতে হত্যাকাণ্ডের শিকার হন বরিশালের উজিরপুর পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সোহাগ সেরনিয়াবাত।ওইদিন রাত সাড়ে ৮টার দিকে তার বন্ধুকে বাসায় এগিয়ে দিয়ে ফেরার পথে রাখালতলায় আসামিরা তাকে রামদা দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: চট্টগ্রামে মা মেয়ে হত্যা: আসামি শহীদের মৃত্যুদণ্ড বহাল
মামলায় বলা হয়েছে, এর আগে আসামিরা এক লাখ টাকা চাঁদার দাবিতে নিহত সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।পরে নিহতের মামা খোরশেদ আলম বাদি হয়ে ১৩ জনকে আসামি করে উজিরপুর থানায় মামলা করেন।তদন্ত শেষে একই বছরের ২২ নভেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ।