চট্টগ্রামে বিভিন্ন পণ্যের বৃহত্তর পাইকারী বাজার খাতুনগঞ্জে ভ্যানচালকের ছুরিকাঘাতে আহত মাসুদ (২৯) নামে শ্রমিক মারা গেছেন।
বুধবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ছুরিকাঘাতে আহত হওয়ার পরই একটি মামলা হয়েছে। এটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। খাতুনগঞ্জে এখন অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে।
স্থানীয়রা জানায়, গত ১৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় তর্ক-বিতর্কের জেরে খাতুনগঞ্জের চাঁনমিয়া লেইনে পিকআপ ভ্যানের চালকের ছুরিকাঘাতে ট্রাকে মালামাল তোলার কাজে নিয়োজিত শ্রমিক শ্রমিক মাসুদ গুরুত্বর আহত হয়। এ ঘটনার পরপরই শত শত শ্রমিক ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে পণ্য উঠানামা বন্ধ করে ঠেলাগাড়ি দিয়ে পথরোধ করে বিক্ষোভ করেন। আহত মাসুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর আজ সকালে মৃত্যু হয়।
আরও পড়ুন: নোয়াখালীতে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, আটক ৪