চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকার আলোচিত রেহান উদ্দিন মিজির (৫৫) হত্যাকাণ্ডের প্রধান আসামি খোরশেদ আলম (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রেহান মিজি বালু ও ড্রেজার ব্যবসায়ী। তার বাড়ি পাশ্ববর্তী শরিয়তপুর জেলার সখিপুর থানার তারাবণিয়ায়। অন্যদিকে আসামী খোরশেদের বাড়ি লক্ষীপুর জেলায়। সে পেশায় গরু ব্যবসায়ী।
আরও পড়ুন: চাঁদপুরে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল
জুয়া খেলায় হেরে গিয়ে প্রচণ্ড ক্ষোভে আসামি খোরশেদ রেহান মিজিকে নৃশংসভাবে গত ২৩ জুন নিজ বাসায় হত্যা করে বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপার মিলন মাহমুদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
আরও পড়ুন: চাঁদপুরে আল-আরাফাহ ব্যাংকের ৫ লক্ষাধিক টাকা চুরি
হত্যার পর পলাতক খোরশেদ আলমকে চাঁদপুর শহরের প্রফেসর পাড়া সাধন গাজীর মেস থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার মিলন মাহমুদ জানানা, আসামির স্বীকারোক্তি ও তার দেওয়া তথ্য মতে খুনে ব্যবহৃত দা, মৃত ব্যক্তির রক্তমাখা লুঙ্গি, ১টি গেঞ্জি, তাস, ১টি লাইটার, সিগারেটের প্যাকেট ও ১টি নীল রঙ্গের মাস্ক আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।