জেলা সিভিল সার্জন অফিস জানায়, টিকা দেয়ার জন্য ২২০ জন নার্স এবং ৪৪৪ জন সেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। জেলা ইপিআই কোল্ডস্টোর থেকে ইতোমধ্যে সব উপজেলায় টিকা পৌঁছে দেয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামের ১৪ উপজেলায় পৌঁছেছে করোনার টিকা
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সারা দেশের মতো রবিবার থেকে বাগেরহাটে রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে। টিকা দেয়ার জন্য শনিবার বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেচ্ছাসেবকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। এছাড়া প্রতিটি উপজেলায় নার্স, স্যাকমো ও সেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
তবে শনিবার পর্যন্ত বাগেরহাটে কতজন রেজিস্ট্রেশন করেছে তা জানাতে পারিনি জেলা স্বাস্থ্য বিভাগ।
আরও পড়ুন: টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ: স্বাস্থ্য অধিদপ্তর
এদিকে স্থানীয়দের অভিযোগ, কোথায় বা কীভাবে রেজিস্ট্রেশন করত হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানতে পারেননি তারা। সহজ উপায়ে টিকা পাওয়ার দাবি জানিয়েছেন তারা।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, করোনার টিকা দেয়ার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রথম ধাপে বাগেরহাট সদরে ৮টি, প্রতিটি উপজেলায় ৩টি করে ২৪টি এবং মোংলা নৌ ঘাঁটিতে একটিসহ মোট ৩৩টি বুথে টিকা দেয়া হবে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ১২৫ থেকে ১৩০ জনকে টিকা দেয়া হবে।
আরও পড়ুন: করোনা টিকার জন্য নিবন্ধন: ৪ ফেব্রুয়ারি প্লে-স্টোরে আসবে ‘সুরক্ষা অ্যাপ’
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, শনিবার পর্যন্ত বাগেরহাট জেলায় মোট এক হাজার ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২৬ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন এক হাজার ২২ জন।
এদিকে, চট্টগ্রামের ১৪ উপজেলায় শনিবার কোভিড-১৯ ভ্যাকসিন পৌঁছেছে।
জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী জানান, শুক্রবার ভ্যাকসিনগুলো ইপিআই স্টোর থেকে উপজেলা অফিসে প্রেরণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিমাগারে রাখা হয়।
তিনি জানান, নগরীর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোর থেকে ভ্যাকসিনগুলো শুক্রবার দিনভর আলাদা পরিবহনে করে প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আরও পড়ুন: টিকা নিলে ভয় নেই, বরং না নিলেই ভয়: স্বাস্থ্যমন্ত্রী
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, কোভিড ভ্যাকসিন বিতরণের জন্য একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ১৫ কেন্দ্রের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯০৫ ডোজ ভ্যাকসিন এবং ৩ লাখ ১ হাজার ৯৫ ডোজ টিকা দেয়া হবে ১৪টি উপজেলায়।
এর মধ্যে পটিয়া উপজেলার জন্য ৩১ হাজারের বেশি ডোজ বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া আনোয়ারা উপজেলায় ১৫ হাজার ৫২৪ ডোজ, বাঁশখালীতে ২৫ হাজার ৮৪১, বোয়ালখালীতে ১৩ হাজার ৩৭২, চন্দনাইশ উপজেলায় ১৩ হাজার ৯৬৫ ডোজ, হাটহাজারীতে ২৫ হাজার ৮৭৬, লোহাগাড়ায় ১৬ হাজার ৭৭৬, মিরসরাই ২৩ হাজার ৮৯৬, রাঙ্গুনিয়ায় ২০ হাজার ৩১৭, রাউজানে ১৯ হাজার ৩৪৯, সন্দ্বীপে ১৬ হাজার ৬৯৭, সাতকানিয়াতে ২৩ হাজার ৬২ এবং জেলার সীতাকুন্ড উপজেলায় ২৩ হাজার ২৪৪ ডোজ।
আরও পড়ুন: কোভিড প্রতিরোধে টিকা যাচ্ছে বিভিন্ন জেলায়
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবেদ বলেছেন, ‘যারা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন, সবকিছু ঠিক থাকলে উদ্বোধনের পরই তারাই টিকা নিতে পারবেন। এজন্য তাদের নিবন্ধনের প্রিন্টকপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখাতে হবে।’
উল্লেখ্য, রবিবার দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।