বেনাপোলের অগ্রভুলাট ও দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি নাইন এম এম পিস্তল, চারটি ওয়ান শুটার গান, তিনটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তারের দাবি করেন বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। শনিবার খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তার সম্রাট হোসেন (২৭) বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
তিনি জানান, গোপন খবরে জানতে পারি ভারত থেকে বিশাল একটি অস্ত্রের চালান অগ্রভুলাট-দৌলতপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে। বিজিবির একটি অভিযানিক দল পৃথক দুটি অভিযান চালিয়ে দৌলতপুর সীমান্তে সম্রাট হোসেন নামে এক যুবকে গ্রেপ্তার করে। পরে তার হাতে থাকা চটের ব্যাগে তল্লাশি করে দুটি (নাইন এমএম) বিদেশি পিস্তল, দুটি দেশি ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
আরও পড়ুন: জকিগঞ্জে ৪০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ২
কর্নেল তানভীর আরও জানান, অপর দিকে অগ্রভুলাট সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। সেখান থেকে একটি (নাইম এম এম) বিদেশি পিস্তল, দুটি দেশি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তারকৃত সম্রাট বিজিবির কাছে স্বীকার করেছেন যে ভারত থেকে এসব অস্ত্র এনে দেশে সন্ত্রাসী কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হচ্ছিল।
গ্রেপ্তারকৃত সম্রাটের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।