রংপুরে ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটকের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৭ জুন) সকাল ৯ টার দিকে মহানগরীর কামারপাড়া ইউনিয়নের ঢাকা কোচস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়েছে।
আটক ফয়সাল মুন্সিগঞ্জ জেলা সদরের দেওভোগ
মৃধাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, ঢাকা থেকে রংপুরে স্বর্ণের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল একটি বাস আটক করে। এ সময় শ্যামলী পরিবহনের যাত্রী ফয়সাল নামে এক যুবকের কোমর থেকে স্বর্ণের ১৫টি বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ওই যাত্রীর পরিহিত প্যান্টের বেল্টের নিচ থেকে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো ছিলো স্বর্ণের বারগুলো। ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে হেরোইন ও এলএসডি জব্দ, সাবেক ইউপি সদস্য আটক