সিরাজগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে না চলায় তিন দিনে ৪৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে জেলায় ৫৩৯ জনকে জরিমানা করা হলো।
আরও পড়ুন: লকডাউন: সাভারে টিলেঢালাভাবে চলছে প্রথম দিন
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ তোফাজ্জল হোসেন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিলেটে কঠোর লকডাউন পালিত হচ্ছে
তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মাস্ক পরিহিত না থাকা, লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হয়ে জটলা পাকানোসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউন চলছে
এসব মামলায় ৪০ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১৩ হাজার ২০ টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।