উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে রবিবার রাত সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রুয়েট শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
এ ঘটনায় পুলিশ ছেলে আব্দুল মালেককে (৪০) আটক করেছে ।
নিহত আনোয়ারা বেগম (৬০) ওই গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিন খাঁর স্ত্রী।
আরও পড়ুন: প্রহরীকে কুপিয়ে রূপালী ব্যাংকের রুয়েট শাখায় ডাকাতির চেষ্টা
নিহতের স্বজন ও পুলিশ জানায়, রবিবার আনোয়ারা বেগম মাগরিব নামাজ শেষে চা তৈরি করার জন্য রান্না ঘরে যাওয়ার সময় তার মেঝ ছেলে আব্দুল মালেক কুঠার দিয়ে মায়ের মাথায় কোপ দেয়। পরে স্বজনরা গোসাইরহাট হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: বগুড়ায় রুয়েট শিক্ষার্থীকে কুপিয়ে জখম, আহত অপর ভাই ঢামেক শিক্ষার্থী
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, জমি লিখে না দেয়ায় কুঠার দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় কুঠার উদ্ধার ও নিহতের অভিযুক্ত ছেলেকে আটক করে তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় নদীতে গোসল করতে নেমে রুয়েট শিক্ষার্থী নিখোঁজ
আরও পড়ুন: রাজশাহীতে হিজবুত তাহরীর ‘সদস্য’ রুয়েট শিক্ষার্থী আটক
মোটরসাইকেলের সাথে সিএনজির ধাক্কা: চট্টগ্রামে আহত প্রবাসীর মৃত্যু