তিনি বলেন, ‘বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ও ইউপি চেয়ারম্যানের পৃথক দুটি মামলায় প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীনসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছি এবং এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: শাল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর সহায়তা
এদিকে হামলা মামলার আরও ৩ জন আসামিকে দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে। এ নিয়ে দুটি মামলায় মোট ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধান আসামি স্বাধীন মেম্বারকে ২০ মার্চ ভোরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একটি গ্রাম থেকে আটক করেছে পিবিআই। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করায় নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যে আরও বেশি স্বস্তি ফিরে এসেছে।
শাল্লা থানার ওসি নাজমুল হক বলেন, শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার পর্যন্ত এ মামলায় ৩৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: শাল্লার ঘটনায় ২ মামলা, আটক ২২
উল্লেখ্য, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে ফেসবুকে কটাক্ষ করার অভিযোগ তুলে তার সমর্থকরা ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তবে কেউ হতাহত হননি। এ ঘটনায় শাল্লা থানায় পুলিশ বাদী হয়ে একটি ও গ্রামের বাসিন্দা হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ বকুল বাদী হয়ে শাল্লা থানা আরও একটি মামলা দায়ের করেন।