সিলেট বিভাগে মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯৯ জনের। আর সুস্থ হয়েছেন ৮২ জন।
রবিবার সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে করোনার টিকা তৈরি হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, সিলেট জেলায় তিনজন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৬ জন, সিলেটে ৫৯ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৯ জন ও মৌলভীবাজারে ৭ জন রয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮ জনে। এর মধ্যে সিলেটে ১৬ হাজার ৫৬৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৪৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৬৪১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় শনাক্ত ২২.৫০ শতাংশ
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন সিলেটে হাসপাতালে ভর্তি হয়েছে। সিলেট বিভাগে সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২৯ জন। এর মধ্যে সিলেটে ৩১১ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১০ জন।
আরও পড়ুন: নাটোরের ৮ পৌরসভায় ২৯ জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় ৪৬৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৩৮১ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৫ জনের মৃত্যু হলো।
এ বিভাগে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ২৭৩ জন।