প্রথমার্ধে যেভাবে চকিতে দুই গোল করে ম্যাচে এগিয়ে গিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড, দ্বিতীয়ার্ধে তেমনভাবেই চমকে দিয়ে দুই গোল করে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। আর এরপর লস ব্লাঙ্কোসদের আক্রমণের তোড়ে কোথায় যেন ভেসে গেল জার্মান ক্লাবটি।
সান্তিয়াগো বের্নাবেউতে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে নামে গতবারের দুই ফাইনালিস্ট। প্রতিশোধের উদ্দেশ্যে মাঠে নেমে শুরুতে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও ঘুরে দাঁড়িয়ে ডর্টমুন্ডকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল।
এদিন ম্যাচের দুই অর্ধে আধিপত্য বিস্তার করে দুই দল। ম্যাচের ৩০ ও ৩৪ মিনিটে দুটি গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে নেন যথাক্রমে ডনিয়েল মালেন ও জেমি গিটেন্স।
এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এমন আক্রমণ শুরু করে রিয়াল মাদ্রিদ যে তাদের আক্রমণের তোড়ে ডর্টমুন্ডের ভেসে যাওয়ার উপক্রম হয়। এরই ধারাবাহিকতায় ৬০ ও ৬২তম মিনিটে যথাক্রমে আন্টনিও রুয়েডিগার ও ভিনিসিউস জুনিয়রের হঠাৎ দুটি গোলে প্রতিপক্ষের মতোই চকিতে সমতায় ফেরে রিয়াল।
তবে এরপর ম্যাচের রাশ টেনে ধরতে ব্যর্থ হয়ে ম্যাচ থেকেই কার্যত ছিটকে যায় সফরকারীরা। মাঝে ৮৩তম মিনিটে লুকাস ভাসকেসের গোলে প্রথমবার এগিয়ে যাওয়ার পর ৮৬তম ও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও দুটি গোল করে চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন ভিনিসিউস।
আরও পড়ুন: রিয়ালকে হারাতে শুধু মনোবলই যথেষ্ট নয়: ডর্টমুন্ড কোচ
এই জয়ে তিন ম্যাচের দুটি জিতে টেবিলের নবম স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সেইসঙ্গে শীর্ষে থাকা ডর্টমুন্ডকে টেনে পঞ্চম স্থানে নামিয়ে এনেছে তারা। দুই দলের পয়েন্টই সমান (৬), তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের উপরের দিকে রয়েছে ডর্টমুন্ড।
দিনের অপর ম্যাচে ৪০তম মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া ক্লাব ব্রুজের বিপক্ষে ৩-১ গোলে জিতে প্রথম পয়েন্টের দেখা মিলেছে এসি মিলানের। এর আগে লিভারপুল ও লেভারকুজেনের কাছে হারে পাওলো ফনসেকার শিষ্যরা।
এছাড়া, রেডস্টার বেলগ্রেডকে ৫-১ গোলে উড়িয়ে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোনাকো। এ ছাড়াও শাখতার দোনেৎস্ককে বিপক্ষে ১-০ গোলে আর্সেনাল, স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে ২-০ গোলে জিরোনা, স্ট্রাম গ্রাসের বিপক্ষে ২-০ গোলে স্পোর্তিং ও ইতালির ক্লাব বোলোনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অ্যাস্টন ভিলা।
আজকের ম্যাচ জিতে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে উনাই এমেরির দল।
তবে হোঁচট খেয়েছে ইউভেন্তুস ও পিএসজি। শেষের দিকে দশজনের দলের পরিণত হওয়া ইউভেন্তুস স্টুটগার্টের কাছে হেরেছে ১-০ গোলে। যোগ করা সময়ে গোল হজম করে ঘরের মাঠ থেকে পয়েন্ট খুইয়েছে তারা। আর পিএসভি আইন্ডহোভেনের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে লুইস এনরিকের পিএসজি।