শনিবার ডিআরইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ‘কোভিড-১৯’ মহামারি মোকাবিলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ইতোমধ্যেই জাতীয় ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: কোভিড টিকা কি মিলিয়ে মিশিয়ে ব্যবহার করা যাবে?
গত ১৮ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘোষণা অনুযায়ী প্রথম ধাপেই সদস্যরা ভ্যাকসিন গ্রহণের সুযোগ পাচ্ছেন, বলে জানানো হয়।
প্রথম ধাপে ভ্যাকসিন নিতে আগ্রহী ডিআরইউ সদস্যদের জাতীয় পরিচয়পত্রের কপি, প্রতিষ্ঠানের নাম ও বয়স রবিবার দিবাগত রাত ৮টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে সরাসরি অথবা ই-মেইলে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ৮ হাজার ছাড়াল
উল্লেখ্য, আগামী ২৬ জানুয়ারি থেকে অ্যাপসের মাধ্যমে করোনা টিকার রেজিস্ট্রেশন শুরু হবে।
আরও পড়ুন: টিকা উপহার শেখ হাসিনা-নরেন্দ্র মোদির দৃঢ় সম্পর্কের নিদর্শন: পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় ভারতের উপহারের ভ্যাকসিন সর্বোচ্চ পর্যায়ে প্রতিশ্রুতির অংশ: রাষ্ট্রদূত
ভারতে করোনার টিকা নেয়ার পর ৪৪৭ জন অসুস্থ