করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে বলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, 'যদিও মঙ্গলবার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শেষ হয়েছে তবে প্রথম ডোজের জন্য নিবন্ধন প্রক্রিয়া এখনও চলছে।'
মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগে যোগদান করে মন্ত্রণালয়র কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আরও পড়ুন: করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার থেকে শুরু: প্রধানমন্ত্রী
দেশে টিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে বলে লোকমান হোসেন এ সময় আশ্বাস দেন।
তিনি বলেন, 'আমরা চিকিৎসক, নার্স এবং সকল সেক্টরের মানুষের সহায়তায় করোনাভাইরাস মোকাবিলা করব। এক্ষেত্রে সবার সহযোগিতা জরুরি।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পুনরায় নিশ্চিত করেছেন যে পরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, টিকার দ্বিতীয় ডোজ মজুদ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ নির্ধারিত সময়ের মধ্যে ভারত বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহ করবে।
বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি
দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭ হাজার ২১৩ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশে করোনায় শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৫১ হাজার ৬৫২ জনে পৌঁছেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় এই ভাইরাসে রেকর্ড আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে।
এর আগে গত বছরের ৩০ জুন ৬৪ জন মারা যান, যা একদিনে মৃতের সংখ্যায় এতদিন সর্বোচ্চ ছিল।
দেশব্যাপী লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ রোধ এবং বর্তমান পরিস্থিতি উন্নতির লক্ষ্যে সরকার সোমবার থেকে সাত দিনের জন্য জনগণের চলাচল ও অন্যান্য কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
আরও পড়ুন: সর্বশেষ করোনা পরিস্থিতি: বিশ্বে করোনায় মৃত্যু ২৮ লাখ ৫৯ হাজার ছাড়াল
মন্ত্রিপরিষদ বিভাগ রবিবার এই প্রজ্ঞাপন জারি করে যা ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
টিকাদান কর্মসূচি
সরকার ৭ ফেব্রুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ডোজ নিয়ে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৩ কোটি ডোজ কিনতে গত বছরের ডিসেম্বরে সিরামের সাথে চুক্তি করেছে বাংলাদেশ। এই বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রতি মাসে ৫০ লাখ করে ডোজ সরবরাহ করার কথা সিরাম ইন্সটিটিউটের।