জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে এক কলার ফোন করে অভিযোগ জানালে, পুলিশ পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করে রংপুরের মিঠাপুকুর থানার পুলিশ।
রবিবার সকাল সাড়ে সাতটায় রংপুরের মিঠাপুকুর থানাধীন কোনাপাড়া থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের এলাকায় দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ঘোরাঘুরি করছে। পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিরা আসামি ধরতে এসেছে বলে এলাকাবাসীকে জানায়।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার
তাদের আচরণে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তারা ৯৯৯ নম্বরে ফোন করে সবকিছু বিস্তারিত জানায়।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি মিঠাপুকুর থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে মিঠাপুকুর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যক্তিকে আটক করে।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, বিপুল পরিমাণ নকল সারসহ কারখানার সন্ধান
পরে মিঠাপুকুর থানার এ.এস.আই নুর আলম ৯৯৯-কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে পুলিশ পরিচয় দেয়া দুই ব্যক্তিকে আটক করেন। আটককৃতরা হল- মিঠাপুকুর থানার হেতমপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৩০) এবং একই থানার পাতাসন দুর্গাপুর গ্রামের মৃত নুরুজ্জামান ছেলে কামরুজ্জামান (৩১)।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।