রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে হল খোলার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঢাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ঢাবির সব শিক্ষক, ১৮ হলের প্রোভোস্ট, ডিনস, উপ-উপাচার্য এবং উপাচার্য নিয়ে গঠিত এ কাউন্সিলটি বিশ্ববিদ্যালয়ের সকল ডিনকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত পরীক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদেরকে হলে তোলার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: ঢাবির শতবর্ষ পূর্তির বছরে শিক্ষক, শিক্ষার্থীদের যত প্রত্যাশা
ঢাবির বিভাগীয় ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানোর পরামর্শ বিশেষজ্ঞদের
বিষয়টি নিশ্চিত করে ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বলেন, কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য হলগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সকল ডিনকে ৭ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। পরবর্তীতে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে হলে নিয়ে আসা হবে।
তিনি বলেন, ৭ ফেব্রুয়ারি থেকে ঢাবির একাডেমিক কার্যক্রম পুরোদমে চালু হবে।
তবে, পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে। পরবর্তী পদক্ষেপ হিসেবে, অনার্স চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা হলগুলোতে উঠতে পারবেন।
আরও পড়ুন: কোভিডে হল খুলে দেয়া: সরকারের কোর্টে বল ঠেলে দিল ঢাবি
সংশ্লিষ্ট অনুষদগুলোকেও একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুতি নিতে বলেছে কাউন্সিল।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত বছরের মার্চ মাসের মাঝামাঝি থেকে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
আরও পড়ুন:পরীক্ষার ক্ষণ ঘনিয়ে আসায় ঢাবির হল খোলা নিয়ে শোরগোল বাড়ছে
পরীক্ষা নেয়ার আগে আবাসিক সুবিধা নিশ্চিত করার দাবি ঢাবি শিক্ষার্থীদের