বিশ্ব ব্যাংকের সহযোগী সংগঠন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) ডিজিটাল সরকার ও অর্থনীতি প্রকল্পের আওতায় বাংলাদেশকে ২৯ কোটি ৫০ লাখ টাকা ঋণ সহযোগিতা দিচ্ছে।
রবিবার ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন নিজ নিজ পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এই প্রকল্পটি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের অন্তর্গত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়ন করবে। ২০২২ সলের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারিত হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে ২৮৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিলো ইআইবি
এই প্রকল্পের উদ্দেশ্য হলো দেশের সাইবার সিকিউরিটির উন্নয়ন, ভবিষ্যত বিপর্যয় মোকাবিলার সক্ষমতা অর্জন এবং ভার্চুয়ালি জনগণের মধ্যে বিভিন্ন সেবা ও ব্যবসা পরিচালনায় সহযোগিতা করতে সরকারকে সহায়তা করা।
প্রকল্পটি মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশকে প্রস্তুত করতেও কাজ করবে। এছাড়াও এই প্রকল্পটি ক্ষুদ্র ও মাঝারি এবং কৌশলগত শিল্পকে ডিজিটালাইজড করতে এবং গবেষণা ও উন্নয়নের সুযোগ তৈরি করতে একটি ডিজিটাল লিডারশিপ একাডেমি প্রতিষ্ঠা করতেও সহায়তা করবে।
আরও পড়ুন: বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এআইআইবি
জীবিকার উন্নয়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক