জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (১১ আগস্ট) একটি প্রতিবেদনে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির কথা জানিয়েছে।
সেইসঙ্গে প্রতিবেদনে ডেঙ্গু আত্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ এবং মশাবাহিত এই রোগ প্রতিরোধে ব্যক্তিপর্যায়ে সচেতনতা বাড়ানোর কথা বলেছে। যেমন- লম্বাহাতা জামা-কাপড় পড়া ইত্যাদি।
ইউএন হেলথ এজেন্সি অনুসারে, জুনের শেষের দিক থেকে দ্রুত বৃদ্ধি পাওয়া এই রোগে ১ জানুয়ারি থেকে ৭ আগস্টের মধ্যে মোট ৬৯ হাজার ৪৮৩ জন রোগী শনাক্ত হয়েছে এবং ৩২৭ জনের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে মৃত্যুহার শূন্য দশমিক ৪৭ শতাংশ।
দেশের ৬৪টি জেলাতেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
শুধুমাত্র জুলাই মাসেই ৪৩ হাজার ৮৫৪ জন রোগী রোগী শনাক্ত এবং ২০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যা মোট শনাক্তের ৬৩ শতাংশ এবং মোট মৃত্যুর ৬২ শতাংশ।
দেশটির চলমান প্রাদুর্ভাব গত পাঁচ বছরের তুলনায় অত্যন্ত বেশি।
আরও পড়ুন: ডেঙ্গু: স্যালাইন সংকটের আশঙ্কায় রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ