দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিতকরণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সুপারিশগুলো অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হবে।
সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আরও পড়ুন: বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
তিনি বলেন, এখন ফায়ার সার্ভিসের সক্ষমতা বেড়েছে।
এছাড়া ফায়ার সার্ভিস সর্বস্তরের মানুষের সহযোগিতায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট এবং ফায়ার সার্ভিসের ৭২২ জন কর্মী আগুন নেভাতে কাজ করেছেন।
আরও পড়ুন: সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একদশকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী