সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
রবিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের অপসারণের দাবিতে ২০-২৫ জন শিক্ষার্থী এই সমাবেশে যোগ দেন।
তথ্য ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আকিফ আহমেদ বলেন, ‘সাস্টের সাম্প্রতিক ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবলে ভুল হবে। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা।’
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে সমাবেশ
তিনি আরও বলেন, ‘একজন ভিসি একটি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে বিবেচিত এবং বহিরাগত ও অভ্যন্তরীণ আক্রমণ থেকে তার ছাত্রদের রক্ষা করা তার কর্তব্য। তিনি যদি তার ছাত্রদের আইনসঙ্গত দাবি পূরণ করতে না পারেন, তবে তিনি এই পদে থাকতে পারবেন না।’
নৃত্য বিভাগের ছাত্রী লাবনী বন্যা বলেন, ‘আমরা অতীতেও দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রাবাসের সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি।”
তিনি আরও বলেন,‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলররা যেমন ফরিদ উদ্দিনকে সমর্থন করছেন, তেমনি আমাদের শাবিপ্রবির শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে হবে।’
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ
শাবিপ্রবি শিক্ষার্থীদের দাবি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস শিক্ষামন্ত্রীর