আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,‘সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠনে কাজ করে যাচ্ছে।’
শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: ফখরুলের টিকা দুর্নীতির অভিযোগ কাল্পনিক: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন, যথাসময়ে যেভাবে হয়, আমাদের দেশের আইনগত প্রক্রিয়ায় যে বিধান রয়েছে, সেভাবে আমাদের সংবিধান অনুযায়ী গঠন হবে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী বছর নতুন নির্বাচন কমিশন গঠনের প্রাক্কালে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে।’
আরও পড়ুন: পরিস্থিতির অবনতি হলে ফের কঠোর লকডাউন: ওবায়দুল কাদের
নির্বাচন কমিশন গঠনে, সার্চ কমিটিতে গতবারও বিএনপির প্রতিনিধি থাকার কথা উল্লেখ করে কাদের বলেন, ‘তাদের একজন এখনও আছেন। বিভিন্ন সময় তিনি নোট অব ডিসেন্ট দেন, নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিমত পোষণ করেন। এটা গণতন্ত্রের বিউটি। তবে বাইরে এসে তিনি মাঝে মাঝে যে অবস্থার সৃষ্টি করেছেন, সেটা গণতান্ত্রিক রাজনীতির জন্য এবং নির্বাচন কমিশনের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে।’
বিএনপি ‘সিরিজ’ বৈঠকে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা না করে সরকারবিরোধী ‘সিরিজ ষড়যন্ত্রের রূপকল্প’ তৈরি করছে বলে মন্তব্য করেছেন এই আওয়ামী লীগ নেতা।
আরও পড়ুন: টিকার চেয়ে মাস্ক বেশি কার্যকর: কাদের
তিনি বলেন, ‘এই সিরিজ সভা সিরিজ বোমার পৃষ্ঠপোষক বিএনপির সিরিজ ষড়যন্ত্রের রূপকল্প তৈরির গোপন বৈঠক। এখানে গণতন্ত্রের কিছু নেই। কীভাবে সরকারকে ঠেকাবে, কীভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করবে, কীভাবে বিভিন্ন অপশক্তিকে উস্কে দেবে। কারণ বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি।’